চুল পড়া বন্ধ করুন তেজপাতা দিয়ে

চুল পরে যাওয়া খুব স্বাভাবিক একটা ব্যাপার। দৈনিক ১০০টি চুল পরলে সেটাকে স্বাভাবিক হিসেবেই ধরে নিতে হয়। কিন্তু অনেকের অতিরিক্ত চুল পড়ে । কিছুতেই কিছু কাজ হয়না। তখন কি করবেন?



খুব বেশি কিছু করতে ইচ্ছে না হলে একটা সহজ সমাধান আছে। একটা মাত্র উপাদান দিয়েই চুল পড়া বন্ধ করতে পারেন ১০০%।

আসুন জেনে নি-ই কিভাবে করবেন।

তেজপাতা দিয়ে অতিরিক্ত চুল পড়া বন্ধ করুন

হ্যা ঠিক শুনেছেন, শুধুমাত্র তেজপাতা দিয়েই আপনার চুল পড়া বন্ধ করেন মাত্র ২ সপ্তাহে। এটি বেশ সহজ আর বেশ উপকারীও।

উপকরণঃ

১) ১০টি তেজপাতা

২) ১লিটার পানি

পদ্ধতিঃ

১) প্রথমে একটি পাত্রে পানিটি ফুটিয়ে নিন।

২) পানি ফুটে উঠলে তেজপাতা দিন পানিতে।

৩) ৫-৭ মিনিট তেজপাতা শুদ্ধ পানিটি ফোটান।

৪) এরপর চুলা বন্ধ করে ছেকে পানিটি নিয়ে নিন।

৫) ঠান্ডা হতে দিন কিছুক্ষন।

৬) গোসল করার সময় এই পানিটি ব্যাবহার করুন মাথায়, অবশ্যই সবার শেষে।

৭) শ্যাম্পু করার পরেও এই পানিটি চুলে দিতে পারেন।

৮) প্রতিদিন এই পানি মাথায় দিতে পারেন।



** দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই আপনার চুল পড়া কমে গিয়েছে এবং যাদের মাথার স্কাল্প চুল্কনির সমস্যা থাকে তাদের জন্য অ বেশ উপকারী।
এটি স্কাল্পের ইচি ভাবটাও কমিয়ে দেয়।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top
0 Shares
Tweet
Share
Pin
Share