আসছে হেমন্তে আমরা কম বেশি সবাই হলুদ শাড়ি পরব, বা বেছে নিব যদি আপনি সিজনের সাথে মিলিয়ে শাড়ি চুজ করতে ভালোবাসেন, এই শরতেও দারুন ভাবে আমরা হলুদ শাড়ি বেছে নি। আসলে হলুদ কালার টি এমন একটি রঙ এই রঙের শাড়ি কি পহেলা বৈশাখ , কি ফাল্গুন, কি হেমন্তের মিস্টি রোদে… বা যেকোনো সময় যেকোনো অজুহাতে আমরা বেছে নি ই।
ব্যাক্তিগত ভাবে আমার ভীষন পরছন্দের এই হলুদ রঙ টী। আমি বিভিন্ন প্রোগ্রামে এত বেশি হলুদ শাড়ি অরতাম, মানে ধরেন হলুদের বিভিন্ন শেড গুলৈ বেছে নিতাম, কাচা হলুদ রঙের শাড়ি, বা বাষন্তি হলুদ, বা লেমন হলুদ… এরকম অসংখ্য হলুদ শাড়ি আমি বিভিন্ন প্রোগ্রামে পরে যেতাম বলে আমার অনেক (অ) খ্যাতি রটে গিয়েছিল আমি এত হলুদ প্রেমি কেন!!
যাহোক, এই হলুদ শাড়িটি অনেকের পছন্দ হতে পারে আমার মত। আজ তাদের জন্যই আমার এই লেখা। আমরা মাঝে মাঝে কনফিউজ হয়ে পরি হলুদে কি কন্টড়াস্ট এর ব্লাউজ পরলে ভালো লাগবে। হলুদে আসলে যেকোনো রঙ্গেই আমার কেনো যেন ভালো লাগে।
যেমন, সবুজ, লাল, অরেঞ্জ, ব্লু, ম্যাজেন্টা সব কটা দিয়েই আমি ট্রাই করেছি।
আপনি কেন বোরিং কোনো কালার বেছে নিবেন যখন আপনার আছে এই শরতে জ্বল জ্বল করার মত এক্সিলেন্ট
একটি হলুদ শাড়ি?
১) সবুজ ব্লাউজের সাথে হলুদ শাড়িঃ

আমার ভীষন পছন্দের একটি কন্ট্রাস্ট হল শকিং হলুদের সাথে সবুজ রঙের ব্লাউজ এর কম্বিনেশন। এত্ত সুন্দর ভাবে মানিয়ে যাবে এটি, আপনি আয়নার সামনে দাঁড়ান এক জোড়া ঝুমকা পরুন সাথে যদি সম্ভব হয়। ব্যাস!! আর কিছুই লাগবেনা।
চাইলে গলায় ছোট্ট পেন্ডেন্ট বা আংটী এর পর যা খুশি পরুন সবুজের।
২) হলুদ শাড়ীর সাথে পিংক ব্লাউজঃ

আপ্নার কাছে যখন একটি স্নিগ্ধ হলুদ শাড়ি আছে, কেনো সেটা কুল একটা পিংক ব্লাউজ দিয়ে পরবেন না। পিংক নিজেও আরেকটি স্নিগ্ধ রঙ, দুই এ মিলে অসাধারণ মাইল্ড আর সতেজ একটা ভাব এনে দিবে সাজে, সাথে যদি সম্ভব হয় এক্টী পিংক পার্স ও রাখবেন। রেগুলার অফিস এর কাজে বা মিটিং এ, অথবা দিনের যেকোনো অনুষ্ঠানে একেবারে সতেজ আর স্নিগ্ধ একটা লুক পেতে এই কন্ট্রাস্ট টি অসাধারণ।
৩) অরেঞ্জ এর সাথে লেমন হলুদ শাড়িঃ

্সবাই যখন একঘেয়ে কালার কম্বিনেশনে যাবে সেদিকে না গিয়ে এক্টূ ভিন্ন ভাবে চিন্তা করলে সমস্যা কি? এক্টূ এক্সপেরিমেন্ট করেই দেখুন, কত্ত আধুনিক আর ব্যাক্তিত্ত্বপুর্ন এই কন্ট্রাস্ট টি ভেবেছেন আগে কখনো?
আগুন অরেঞ্জ রঙ্গা ব্লাউজের সাথে লেমন হলুদের শাড়িতে খুব সফিস্টিকেটেড আর কুল লুক এনে দেয়।
৪) মেটালিক মিন্ট ব্লাউজ এর সাথে হলুদ শাড়ি ঃ

মেটাল মিন্ট গ্রিন ব্লাউজের সাথে একটি হলুদ শাড়ির কন্ট্রাস্ট যে কি রাজকীয় একটি লুক এনে দেয় আপনি একবার ট্রাই করেই দেখুন না।
এর সাথে যদি কুন্দনের কানের ঝুমকা বা গলার সেট পরতে পারেন তাহলে একেবারেই একজন রানীর লুক এ যেকোনো অনুষ্ঠান দাপাতে পারবেন।
আমি শিউর এই ধরনের কম্বিনেশনে আপনার শরতের মৃদু বাতাসে হাল্কা ঘ্রানে ভাসতে মন চাইবে।
৫) সিকুইন্ড ব্ল্যাক ব্লাউজ এর সাথে হলুদ শাড়িঃ
আপনি কেনো নিজেকে সিম্পল কন্ট্রাস্ট এর সাথে হলুদ শাড়ীকে বেছে নিবেন যদি আপনার কাছে সিকুইন্ডের কালো ব্লাউজ থাকে?
এটি একই সাথে যেমন এলিগ্যান্ট তেমনি ফিউশন লুক ও এনে দিবে।
যেকোনো রাতের অনুষ্ঠানে বা ভারি দাওয়াত ও সেরে ফেলুন

৬) কোবাল্ট ব্লু ব্লাউজের সাথে মাস্টার্ড হলুদের শাড়িঃ
আরেকটি রয়্যাল লুক পেতে কোবাল্ট ব্লু ব্লাউজ বেছে নিন মাস্টার্ড হলুদ শাড়ীর সাথে।

কোবাল্ট ব্লুও ব্লাউজের সাথে মাস্টার্ড রঙের শাড়ির কন্ট্রাস্ট খুব ই শক্তিশালী আর ভীষন ব্রাইট। এটি পরলে আপনার এলিগ্যান্স আর ক্লাস টাও বেশ ভালোভাবে বোঝা যাবে। দারুন একটি কন্ট্রাস্ট।
এরকম একটি কম্বিনেশনে আপনি যেকোনো অনুষ্ঠানে মধ্যমণি হয়ে উঠবেন আমি শিউর।
৬)মেরুন ব্লাউজের সাথে হলুদ শাড়িঃ
আপনার হাসি খুশি চেহারাটি তখনি ভালো ভাবে হাস্যোজ্জ্বল হবে যখন আপনি খুব কম্ফোর্ট আর দারুন এপ্রিসিয়েশন পাচ্ছেন আপনার ব্যাতিক্রম ধর্মী লুক এর জন্য।

এই ধরনের মেরুন এর সাথে হলুদের কন্ট্রাস্ট খুব একটা চোখে না পরলেও এই কন্ট্রাস্ট টি কিন্তু দারুন আভিজাত্যিক আর ভীষন গর্জিয়াস একটি লুক এনে দিবে আপনাকে।
যেকোনো ভারি অনুষ্ঠানে বা পার্টিতে আপনি অনায়াসেই এই কম্বিনেশন টি ট্রাই করে দেখতে পারেন। বেশ প্রশংসা পাবেন আমি শিউর।
৭) গোল্ডেন ব্লাউজের সঙ্গে হলুদ শাড়িঃ
সারা পৃথিবী আরেকটু ঝক মকা চায়, আরেকটু জ্বলজ্বল করুক আপনার আউটফিটে এটাই চাইছে, তাহলে আপনি কেনো বসে থাকবেন?

যেকোনো অনুষ্ঠানে একটু উজ্জ্বল ভাবে বা আরেক্টূ ব্রাইট সাজার জন্য গোল্ডেন ব্লাউজের তুলনা নেই। হলুদের সাথে এই কন্ট্রাস্ট টি আপনার সাম্নের যেকোনো বিয়ে বাড়িতে বা জমকালো অনুষ্ঠানে একেবারে দারুন গর্জিয়াস একটি লুক দিবে।
৮)কোরাল রেড ব্লাউজের সাথে হলুদঃ আমাদের সব সময়ের জন্য আসলে হলুদের সাথে যে কন্ট্রাস্ট টি প্রিয় সেটা হচ্ছে লাল। লালের সাথে আমরা অনায়াসেই নির্দিধায় হলুদ শাড়ি পরে ফেলি।

শাড়ি যদি হয় হাল্কা কাজের বা এক রঙ্গা একটু ভারি কাজের কড়া লাল ব্লাউজ বেছে নিন এই শরতের দারুন আবহাওয়াই । পুজা বা সাম্নের যেকোনো হলুদের অনুষ্ঠান বা বৈশাখ বরণ অথবা ফাল্গুনের বরনে এই কন্ট্রাস্টের তুলনা নেই।