আসছে দুর্গাপুজা, কেনাকাটা শুরু হয়ে গেছে সবার। পুজায় অন্য সব পোশাকের চেয়ে শাড়ির প্রাধান্য টা সব সময় ই বেশি। চলছে ঘরে ঘরে শাড়ি কেনার ধুম। নতুন শাড়ি ছাড়া পুজার সাজ যেন অপুর্ন রয়ে যায়। সাজে সনাতনী ভাব টা যেন চিরন্তন।
ষষ্ঠী থেকে দশমী সব দিন ই শাড়ি পরছেন অনেকেই। একেক দিন একেক রঙ এর একেক নকশার গুরত্ত্ব দিচ্ছেন, ঠিক করে নিচ্ছেন কোন দিন কি পরবেন।
যত যাই ই কিনুন না কেন, যে রঙ কেই প্রাধান্য দি না কেন,
অষ্টমীতে সাদা শাড়িতে লাল পাড় আর আচল যেন পরতেই হবে।
এদিন সাদা লাল অনেকের চাই ই চাই।
এত বিপুল চাহিদার জন্য এবারে আমি লিখবো বা দেখাবো কয়েকটি লাল সাদার জামদানি শাড়ির নকশা রুপকথার।

অষ্টমী বা দশমীর জন্য ও একেবারে পারফেক্ট।

এই শাড়িটি যেকোনো ব্লাউজ দিয়ে অনায়াসেই অরতে পারবেন, পুজা ছাড়াও পুজা পরবর্তি যেকোনো দাওয়াত বা অনুষ্ঠানে ও অনায়াসে পরিপাটি লুক পেতে এই শাড়িটি পরতে পারেন।





