বর এর জন্মদিন বা এনিভার্সারিতে গিফট আইডিয়া

ছেলেদের গিফট দেয়া এযাবত কালের সবচেয়ে সমস্যা মনে হয় আমার কাছে। বিশেষ করে বর কে বা বয়ফ্রেন্ড কে। আমার এই বিষয়ে নানান সমস্যায় পরতে হয়, কারণ সারা বছর ব্যাপি আসলে তাঁর প্রয়োজনীয় জিনিস গুলো কিনে দেয়া হয়, আবার দেখা যায় যে মানুষ টার স্পেশাল কোনো কিছুতে তেমন কোনো ফ্যাসিনেশন নাই, তাদের জন্য আরো কষ্টকর।


আমার মনে হয়েছে আমার মত অনেকেই আছেন, যারা তাদের বয়ফ্রেন্ড বা বর এর স্পেশাল দিন গুলোতে কি গিফট দেয়া যায় সেই ভাবনা ভাবতে ভাবতে দিন শেষ হয়ে যায়।

তো আসুন আমি বিভিন্ন জিনিস ঘেটেঘুটে যা যা পেলাম, বা যা যা করে থাকি সেগুলো শেয়ার করি।

১) ঘড়ি, সানগ্লাস বা অন্যান্য এক্সেসরিসঃ
গিফট হিসেবে বিভিন্ন এক্সেসরিস কিন্তু বেশ ভালো জিনিস। ধরুন একটা ভালো ব্র্যান্ড এর ঘড়ি, বা সানগ্লাস, অথবা স্মার্ট ওয়াচ ও দিতে পারেন।



২) ক্যাপ, ব্র্যান্ডেড আন্ডারওয়্যার বা চিরাচরিত টিশার্টঃ

পার্টনার কে ক্যাপ দিতে পারেন যদি পরে থাকেন। বিভিন্ন ডিজাইনের বা থিম ভিত্তিক ক্যাপ পাওয়া যায় , সেগুলো থেকে দিতে পারেন, বা বিভিন্ন মোটো ভিত্তিক টি শার্ট ও দেয়া যায়।
আমার বর বেশি খুশি হয় বিভিন্ন রকমের আন্ডারওয়্যার বা এক্সক্লুসিভ টি শার্ট দিলে।
করোনার সময়ে ঘরে পরার আরামদায়ক ট্রাউজার ও বেশ পছন্দ করেছিল।




৩) বইঃ বই সব সময়ের সব কিছুর উপরে বেস্ট গিফট। আমি লিস্ট করে রাখি আমার বর এর উইশ লিস্ট এর কোন কোন বই আছে। বা তাঁর সাথে যায় এরকম বই ও দিতে পারেন, ধরেন সে ফুড বা ট্রাভেল লাভ করে, সেই রিলেটেডফুড হিস্ট্রি রিলেটেড বা ট্রাভেল /ট্যুর রিলেটেড বই।
আমি ফিকশন, নন ফিকশন মিলিয়েই দেই।

৪) মেমোরি বুক/কাস্টমাইজ মেমোরি এল্বাম বা বুকঃ

একটু খাটাখাটনি করতে পারলে কাস্টমাইজ মেমোরি বুক বেশ ভালো অপশন। যত বছর এক সাথে আছেন, তাঁর গুড মেমোরিগুলোর/ পছন্দের মেমোরির ছবি প্রিন্ট করে সাথে দু/এক লাইন লিখে একটা খাতা বা ডায়রী টাইপ জিনিস একটা সুন্দর ইমোশনাল গিফট হতে পারে।

আইডিয়া লাগ্লে পিন্টারেস্ট এর ও হেল্প নিতে পারেন।



৫) হ্যামক/ইজি চেয়ারঃ

আরাম প্রিয় বা দুলতে পছন্দ করলে হ্যামক বা ইজি চেয়ার দিতে পারেন।

৬) স্মার্ট অয়াচ/গ্যাজেটঃ

আপনার বর যদি টেকি হয়, তবে তাকে ভালো মানের হেডফোন বা বাজেট ভালো থাকলে ফোন, স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাংক বা পর্টেবল হার্ড ড্রাইভ বা এই টাইপ কোনো গ্যাজেট দিতে পারেন।



৭) চা বা কফি
চা বা কফির রতি আকর্ষন থাকলে বিভিন্ন ফ্লেভারের কফি বা চা কিনে গিফট হ্যাম্পার বানিয়ে দিতে পারেন।

বাস্কেট করে পপকর্ন, কয়েক ধরণের সফট ড্রিংক্স, চিপ্স, চকোলেট, চানাচুর/মাঞ্চিস, ইত্যাদিও সাথে দিতে পারেন।

৮) ছবি বাধাইঃ

দুজনের ছবি খোদায় করে ফ্রেমিং করে দিতে পারেন, বা এরকম ওয়াল ঘড়ি করে দেয় তাদের কাছ থেকে করিয়ে নিতে পারেন।

৯) গাছ পালা/টবঃ

গাছপালা পছন্দ করলে বিভিন্ন ধরণের গাছ বা টব গিফট হিসেবে দারুণ।

১০) ট্যুর প্ল্যানঃ
আপনি একটা আকর্শনীয় জায়গায় আগে থেকে সব সেট করে নিয়ে যেতে পারেন, ডিনার বা লাঞ্চ এরো আয়োজন করতে পারেন ডে ট্যুর করে।

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00