একই সাদা জামা পরুন ভিন্ন ভিন্ন ৫ স্টাইলে

আমাদের ক্লোজেট এর সব ধরনের জামার মধ্যে অবশ্যই থাকে যে জামাটি, সেটি হচ্ছে পুরো সাদা জামা। এটি শুধুমাত্র যে সিম্পল ট্র্যাডিশনাল লুক দেয় তার জন্যই না বরং এটি দিয়ে দারুন ভাবে ফিউশন লুক ও সহজেই আনা যায়।
এই সাদা রঙ এর জামার একটা বিশেষ সুবিধা এই যে একে নানান ভাবে বিভিন্ন স্টাইলে পরা যায় যা প্রায় ই সময় ভিন্ন ভিন্ন সুন্দর লুক এনে দেয়।




সাদা জামার বিশেষ সুবিধা হচ্ছে কোনো টাইম লিমিট বা এজ লিমিট ও নেই, যেকোনো সময়ের পার্টি বা যেকোনো সময়ের পোশাক হিসেবে অনন্য, আবার সব বয়সের জন্য ও একেবারে পারফেক্ট। একেবারে বাচ্চা থেকে বয়স্ক যে কাওকেই সাদাতে বেশ স্নিগ্ধ আর প্রানবন্ত দেখায়।



আবার একটি সাদা জামা আমার বিভিন্ন অকেশনে বিভিন্ন ভাবে পরতে পারি, এর ভার্সেটালিটির জন্য এটি অনন্য। পহেলা বৈশাখে লাল সালোয়ার ওড়না দিয়ে যেমন বেশ ভালো লাগে, তেমনি ২১শে ফেব্রুয়ারিতেও কালো সালোয়ারে বা ওড়নায় অনায়াসেই দারুন ভাবে পরে ফেলতে পারি।


আজ আমি সাদা জামাকে কয়েকটি ভিন্ন ভিন্ন লুক এ পরার বিষয়ে লিখবো। দেখে নিন একেক স্টাইলে একে একেক রকম সুন্দর দেখায়।



কালারফুল ওড়নার সাথেঃ


যেকোনো থ্রী পিস এর সাথে বা সালোয়ার কামিজ এর সাথে আমাদের ফ্লোরাল বা ব্রোকেড ওড়না বা আর সালোয়ার থাকেসাদা প্লেইন জামার সাথে কালারফুল ওড়না দিয়ে দারুন ভাবে পরা যায় যেকোনো জায়গায়।


সম্পুর্ন সাদায় সাদাতে:

একেবারে সম্পুর্ন রুপে সাদা ম্যাচিং ওড়না আর সালোয়ারের সাথেও দারুন স্নিধ সাজেও সাজতে পারেন সাদা জামায়।
সামারে বা যেকোনো সময় বেশ শান্ত স্নিগ্ধ ভাব আসে ।




এমব্রয়ডারি করা বা কাজ করা সালোয়ারের সাথেঃ


সালোয়ারে এমব্রয়ডারি বা কাজ করা থাকলে দারুন ভাবে সাদা জামার সাথে পরতে পারেন। এখন অনেক দারুন দারুন কাজ করা সালোয়ার পাওয়া যায় যেগুলোর সাথে
সাদা কামিজ পরলে বেশ সুন্দর দেখাবে।

Collected
Pinterest



ডেনিম এর সাথেঃ
জিন্স বা ডেনিমের সাথে সাদা জামা বেশ চলছে। সব সময়ের জন্য বেস্ট ক্যাজুয়াল একটা আউটফিট এটা।
ব্লু জিন্স বা ব্ল্যাক অথবা লেগিংস এর সাথেও অনায়াসেই সাদা জামাতে বেশ ভালো লাগে।



ট্র্যাডিশনাল দোপাট্টার সাথেঃ
আপনার সংগ্রহে যদি ট্র্যাডিশনাল কোনো ওড়না থাকে যেমন কাতান বা জামদানি, তাহলে তো আর কোনো কথাই নেই। যেকোনো রঙের ট্র্যাডিশনাল ওড়নার সাথে খুবি গর্জিয়াস আর প্রানবন্ত লুক আসে সাদা জামার সাথে পরলে।

pinterest

এভাবে বিভিন্ন রকম ভাবে আপনি আপনার সাদা জামাটি পরতে পারেন। নানান ভাবে ভিন্ন ভিন্ন জায়গায় সুবিধা মত পড়ে ফেলুন।

পরবর্তী আর্টিকেল টি কালো জামার ভিন্ন ভিন্ন রুপ নিয়ে লিখবো।
আর সাদা জামাতেও কি ধরনের গলার নকশা দিবেন, ২০২০ সালের নতুন ট্রেন্ডি গলার নকশা নিয়েও পাবেন।
ভালো লাগ্লে অবশ্যই শেয়ার করে দিবেন।

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00