শীতে আরাম করে শাড়ি পরুন টিশার্ট দিয়ে

আর কিছুদিন পরেই আসছে শীত, এই শীতে যারা রেগুলার শাড়ি পরেন বা যেকোনো প্রোগ্রামের জন্য শাড়ি প্রায়োরিটি দেন, তারা চিন্তায় পরে যান , এই ঠান্ডায় কিভাবে শাড়ি পরবো বা শাড়ির বিকল্প কি হবে।

আসলে শাড়ির বিকল্প শাড়ি ই, এটা যারা শাড়ি লাভার তারা না শুধু এক কথায় সবাই বুঝবেন এই ১২ হাত কাপড়ের আভিজাত্য আর সৌন্দর্য অন্য কিছুতেই হয়না। তাই শীত, গ্রীষ্ম বা বর্ষা যাই ই আসুক, শাড়ি মাস্ট।

আবার কেও কেও আছেন দেশের বাইরে যাচ্ছেন, কোনো কোনো দেশে মারাত্বক ঠান্ডা, সেখানেও তারা অনায়াসে শাড়ি পরে ফেলছেন। বা পরতে চাইছেন।
আমি আজ বলব শীত কালে কিভাবে শাড়ি পরলে ঠান্ডা লাগবেনা, বরং কনফিডেন্ট আর আরাম লাগবে।
শাড়ির সাথে ব্লাউজের বদলে টি শার্ট বা শার্ট পরে ফেলুন
আমার মনে হয় অনেকেই রেগুলার এটা করছেন, এবং আমি নিজেও বেশ আরাম পাই, তাই শেয়ার করা।
এক কালার ফুল স্লিভ বা হাফ স্লিভ, একটু ফিটিংস দেখে এরকম টি শার্টের সাথে শাড়ি পরলে শীত টা কম ই লাগবে।

এরকম এক রঙা শাড়ির সাথে চেক বা স্ট্রাইপ টি শার্ট পরতে পারেন।

শাড়ি চেক বা ফ্লোরাল হলে এক রঙা শার্ট বা টি শার্ট এ পরলে ভালো দেখা যায়।

চাইলে এই ধরনের টপ্স টাইপ শার্ট দিয়েও পরে ফেলতে পারেন শাড়ি। আমি আড়ং এর তাগা , কুর্তা, টপ্স দিয়েও মাঝে মাঝে পরি ব্লাউজ প্রায় সময় সেলাই করা করা হয়না দেখে।

আর শীতকালে ডেনিম এর শার্ট বা টপ্স দিয়েও দারুন ভাবে যেকোনো শাড়ি পরে ফেলা যায়।

আসলে আপনি যেভাবেই পরুন এই শাড়ি আমার ধারণা ক্যারি করতে পারলে দারুন লাগে। শীতে আরাম ও হল। স্টাইল ও হল, মন ও ভরে গেলো। আর চিন্তা নেই এই ঠান্ডায় শাড়ি পরা নিয়ে 🙂

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00