নতুন মা এবং বেবিদের জন্য গিফট আইডিয়া

আমাদের সবার অনেক সময় কাছের বন্ধু বান্ধব, আত্বীয় স্বজন বা পাড়া প্রতিবেশিদের নতুন বাবু হয়, তখন আমরা সদ্য নতুন বাবু দেখতে যেতে তাকে কি দেয়া যায় গিফট হিসেবে চিন্তায় পড়ে যায়। আবার নতুন মা কেও কি দিবো, কি দিলে ভালো হবে, কাজে লাগবে সেটা নিয়ে চিন্তায় পড়ে যাই।



আমি আজ কয়েকটি টিপস দিব নতুন মা দের কি গিফট দেয়া যায়, সাথে বাবু দের ও।

** বাচ্চার মা দের কে সুন্দর সুন্দর ম্যাটারনিটি ড্রেস দিতে পারেন, খুব কাজে দেয় এটা।

** নার্সিং পিলো দিতে পারেন।

** বাচ্চার মায়েরা খুব বেশি বাইরে গেলে বেবি ক্যারিয়ার ব্যাগ দিতে পারেন।

** বাচ্চার জন্য একগাদা ডায়াপার আর অয়াইপ্স এর প্যাকেট দিতে পারেন।

** বেবি অয়েনিং সেট দিতে পারেন।

** বাচ্চাদের জন্য সবচেয়ে কাজের যেটা ফুড প্রসেসর দিতে পারেন।



** বাবুর মা এর জন্য একটা স্পা এর প্যাকেজ এর ভাউচার দিতে পারেন, এটা বেশ রিলাক্সিং আর আরামের হবে তার জন্য।

** তার পছন্দের খাবার দাবার নিয়ে যেতে পারেন।

**ফোটফ্রেম দিতে পারেন। বাবুর সুন্দর সময়গুলো ধরে রাখতে পারবে এতে।

** সফট টয় স, নকশি কাথা, বালিশ, নিমা টাইপ জামা, বাবুর ফিডার, গরম পানির জন্য হট অয়াটার বোটল, সিলিকন স্পুন, নখ কাটার নতুন বেবিদের সেট আছে আছে একটা নেইল কাটার কাচি সহ সেটাও দিতে পারেন।

নতুন মা দের এই সময় নিজের যত্ন নেবার তেমন সময় ই হয়না, তাই খুব বেশি ভালো হয় তাকে একদিন সারাদিনের জন্য নিজের মত সমস্য কাটানোর জন্য সময় দিলে, বাবুকে আপনি রাখলেন। মা রেস্ট নিলো, খেলো, লং শাওয়ার নিলো, কোনো স্পা সেন্টারে যাবার সুযোগ এতদিন না পেয়ে থাকলে এবারে একদিন সুযোগ করে দিবেন।

আসলে মা দের জন্য একটু বেশি যত্নের চেয়ে এই সময় আর কোনো কিছুই বড় গিফট হতে পারেনা। তাই চেষ্টা করুন কাছের বন্ধু হলে তাকে বুঝতে বা জেনে নিতে কি দরকার।

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00