মিড লেংথ চুলের সাথে শাড়ির সাজে আমরা অনেক সময় দ্বিধায় পরে যায় কিভাবে চুল বাঁধবো, বা কি উপায়ে চুল এর স্টাইলে ভালো লাগবে। চুল ঘন হলে তেমন সমস্যা নাই, কারন খোপা থেকে শুরু করে যেকোনো স্টাইল ই চাইলে করা যায়, চুল যদি একটু পাতলা তাহলে আসলে আমাদের অনেক কিছু ভেবে তবেই সাজ নিতে হয়।
১)চুল একেবারে কাধের উপর থাকলে , হাল্কা কার্লি করে ছেড়ে রাখতে পারেন শাড়ির সাথে।
সোজাসাপ্টা চেড়ে রাখলেই শাড়ির সাথে সিম্পল কিন্তু এলিগ্যান্ট দেখাবে।
২)চুল যদি কার্লি হয় একটু হাল্কা স্ট্রেইট করে স্প্রে করে সেট করে নিলেই হয়ে যাবে।
৩) একটু ভলিউম লেয়ার করে নিলে পাতলা চুল যাদের তাদের চুল খানিক্টা ঘন ও দেখাবে, ভালো লাগবে।
৪) ছোট চুলে ডায়ানা কাট ছাড়াও বব, সামার বব, পিক্সি, স্যাগি, শর্ট ইমো কাট গুলো ও বেশ ভালো লাগে।
৫)ছোট চুলের সাজে হাইনেক বা বেন্ড কলারের স্লিভ্লেস ব্লাউজ দিয়ে শাড়ি পরলে যেভাবেই চুল সেট করুন না কেনো আপনাকে ভীষন শৈল্পিক লাগবে।
৬) আরেকটু ভিন্ন ভাবে চুল সেট করতে চাইলে চুল টা খোলা রেখে মাঝ খান থেকে চুল নিয়ে ফ্রেঞ্জ বেণী করতে পারেন্দু পাশ দিয়ে।

৭) কপাল একটু বড় হলে সামনের দিকে ব্যাংস কাট দিতে পারেন। আর পিছনে স্যাগ বা লেসার কাট, বা ভলিউম লেয়ার।
৮) ৮০র দশকের হেয়ারস্টাইল ও বেশ ভালো লাগবে , সামনের দিকে সাম্নায় কেটে পিছনে পাফ করে ফুলিয়ে একটা ছোট্ট খোপা।

৯) চুল খোলা রেখে একপাশে ফুল ও গুজে দিতে পারেন উৎসব পার্বনে।

১০) নরমাল ডায়ানা কাট বা ছোট চুলে, জাস্ট সেট করে নিলেই হলো। ফরমাল , স্টাইলিশ ও।

আসলে ছোট চুল এখন আর ফ্যাশন বা স্টাইল কোনোটাই নয় বরং ব্যাস্ত জীবনের ঝামেলা এড়াতে আর দূষন থেকে কিছুটা রক্ষা পেতে এটা এখন প্রয়োজন অনেকের।