Golden Saree color contrast blouse ideas

গোল্ডেন রঙের শাড়ির সাথে কোন রঙের ব্লাউজ ভালো লাগবে?

এতদিন প্রায় সব ধরনের শাড়ির সাথে একবার না একবার গোল্ডেন রঙ এর ব্লাউজ এর নাম উঠে এসেছেই। লাল বল্লেও গোল্ডেন ব্লাউজ, মেরুন বললে ও গোল্ডেন, গ্রীন এও গোল্ডেন, সাদা তেও গোল্ডেন, ম্যাজেন্টা তেও গোল্ডেন, ইভেন অরেঞ্জ, হলুদ কিছুই যেন বেমানান না গোল্ডেন ব্লাউজে, কালোতেও দেখছি দারুন ভাবে গোল্ডেন ব্লাউজ পরে ফেলছেন সবাই, ভালো ও লাগছে।
আসলে আর কোনো কালার আইডিয়া না পেলে আমি সব রঙের শাড়ির সাথে এন্টিক গোল্ডেন বা নরমাল গোল্ডেন ব্লাউজ পরে ফেলার সাজেশন দেই, নিজেও পরে ফেলি।

কিন্তু আজ বলব শাড়ি যদি গোল্ডেন কালার হয় কি রঙের ব্লাউজ ভালো লাগবে?
কি মাথায় আসছে? এক কথায় চোখ বন্ধ করে মেরুন বা লাল? তাই না?

হ্যা আমারো আস্তো রোজ রোজ এই কম্বো… এই কম্বো ছাড়াও আরো নানান রঙের ব্লাউজ দিয়েও অনায়াসেই পরতে পারেন গোল্ডেন শাড়ি।

দেখে নি ই কি কি…

মেরুন ব্লাউজ দিয়ে
গোল্ডেন শাড়ির সাথে এক কথায় না বল্লেও যে কম্বো টা দুর্দান্ত মানিয়ে যায় সেটা মেরুন বা কড়া লাল।


লাল বা মেররুন ব্লাউজ এ সিকুয়েন্স থাক্তেও পারে, না থাক্লেও সমস্যা নাই। পরে ফেলা যাবে দারুন এই কন্ট্রাস্ট টি।

ডীপ গ্রীন বা প্যারট গ্রীনঃ
গোল্ডেন শাড়ির সাথে ডীপ গ্রীন ব্লাউজ ও দারুন দেখাবে। হাল্কা গোল্ডেন যদি হয়, তাহলে কড়া সবুজের ব্লাউজ পরে ফেলুন নির্দিধায়। সাথে সবুজাভ শ্যাড দিলেন।
আর যদি ডীপ গোল্ডেন হয় প্যারট গ্রীন ব্লাউজ পরতে পারেন।


নেভি ব্লু ব্লাউজ দিয়েঃ
গোল্ডেন শাড়ির সাথে নেভি ব্লাউজ ও বেশ মানায়। যেকোন গোল্ডেন রঙ এর শাড়ির সাথে নেভু ব্লু ব্লাউজ সাথে যদি খানিক্টা সিকোয়েন্স থাকে বেশ ভালো লাগবে।

ম্যাজেন্টা ব্লাউজ এর সাথেঃ
গোল্ডেন শাড়ির সাথে ম্যাজেন্টা বা হট পিংক ব্লাউজ দিয়ে দারুন ভালো লাগে। ফুল স্লিভ বা হাফ স্লিভ যেকোনো টাতেই অনন্য ।
একটু লেস বা সিকোয়েন্স ও বেশ ভালো মানিয়ে যায়।

অরেঞ্জ কালার ব্লাউজ দিয়েঃ
অরেঞ্জ রঙ এর ক্রপ টপ বা ব্লাউজ দিয়েও অসাধারণ গর্জিয়াস লুক দেয় গোল্ডেন রং এর শাড়ির সাথে।

pinterest

কালো রঙের ব্লাউজ দিয়ে
গোল্ডেন রঙা শাড়িতে সবচেয়ে বেশি যে শাড়িতে সেলিব্রিটি দের দেখা যায় পরতে সেটা হচ্ছে কালো ব্লাউজ।
এত দারুন ফিনিশিং দেয় এটি আপনার লুক কে। খুব আভিজাত্যিক এবং গর্জিয়াস একটা ভাব এনে দেয়।

collected

অন্যান্য
এগুলো ছাড়াও চকোলেট, পিচ বা গোল্ডেন এর সাথেও গোল্ডেন রঙের ব্লাউজ বেশ মানায়।

চেষ্টা করেছি আপনাদের জন্য ছোট্ট একটা কনফিউশন দূর কর করতে, যারা ভেবে পাচ্ছিলেন না গোল্ডেন রঙের শাড়ির সাথে কি রঙ এর কন্ট্রাস্ট মেলাবেন। ভালো লাগ্লে অবশ্যই জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top
0 Shares
Tweet
Share
Pin
Share