শীত আস লেই কম্বল বা লেপ নামান অনেকেই, আবার শীত চলে যাবার পরে ভালোভাবে ক্লিন করে শুকিয়ে কাভার দিয়ে রেখে দিলে বেশ কয়েক বছর এক কম্বলেই কাটানো যায় ।

অনেকেই বুঝতে পারেন না ভেল্ভেট এর কম্বল গুলো কিভাবে পরিষ্কার করতে হয়। আসুন আজ জেনে নি-ই কম্বলের যত্ন আত্তি বিষয়ে।
** শীতের সময় মাঝে মধ্যে আলো বাতাসে কম্বল মেলে দিন। দিনের বেলায় রদের দেখা পেলে রদে মেলে একটু ঝেড়ে দিন, এতে কম্বলে জমে থাকা ময়লা ঝরে যাবে।
** ব্রাশ দিয়ে মাঝে মাঝে কম্বল ব্রাস করে বাড়তি জমে থাকা ময়লা ঝেরে ফেলুন।

** কম্বলে দাগ লাগ্লে সঙ্গে সঙ্গে মুছে ফেলুন। হার্ড ডিটারজেন্ট বা সাবান দিয়ে ধুতে যাবেন না। এতে কম্বলের সফটনেস নষ্ট হয়ে যাবে।
** ঠান্ডা পানিতে মাইল্ড শ্যাম্পু দিয়ে কম্বল ভিজিয়ে না চেপে সরাসরি বাতাসে মেলে দিন।
** অয়াশিং মেশিনে ধুতে চাইলে উল অপশন এ গিয়ে ধুতে দিবেন।
** ভেজানোর পর কম্বল কিছুটা ভারি হয়ে যায়, টেনে নিয়ে শুকাতে দেয়া অনেক কষ্টের। চেষ্টা করবেন ছাদেই কম্বল টা ধুয়ে দড়িতে ঝুলিয়ে দিন।
নিংড়াতে চাইলেও দড়িতে ঝুলিয়ে নিংড়ানো সহজ। অনেক বেশি জায়গা পাওয়া যায়।