এঙ্গেজমেন্ট রিং এর ডিজাইন

বিয়ের মরশুমে প্রথমে আমরা যেদিন থেকে শুরু করি অনুষ্ঠান সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট, এই এক এঙ্গেজমেন্ট দিয়েই শুরু নানান কেনাকাটা। প্রথমেই আমরা ভাবতে বসি এঙ্গেজমেন্ট এর সবচেয়ে প্রধান আর অবিচ্ছিন্ন জিনিস ফিঙ্গার রিং।
সকলেই চায় তাঁর রিং টা হবে একটু আনকমন আর আকর্ষনীয়।

আমি আজো আমার এঙ্গেজমেন্ট রিং টা স্বযত্নে পরি আমার অনামিকায়।
বিয়ের পর বা বিয়ের সময়েই প্রচুর রিং বানানো হয় বা কেনা হয়, কিন্তু সেই প্রথম রিং টার ভ্যালু আসলেই অন্য রকম।

আসুন আজ দেখে নি-ই ১৫ টি সিম্পল এঙ্গেজমেন্ট রিং এর নকশা।

১) কিছুটা থিন নকশার রিংঃ

কেও যদি কিছুটা মোটা বা একটু বেশি নকশার রিং পছন্দ করেন , তবে এই নকশা টি বেশ সুন্দর দেখাবে।

২) সিম্পল স্টোন বা ডায়মন্ড দিয়ে সোনার রিংঃ

খুব ক্লাসি এই নকশাটি, রেগুলার পরে থাকা যায় এরকম সোনার সাথে ডায়ামন্ড এর স্টোন দিয়ে বানিয়ে ফেলা যায় এই আংটি টি।

৩) বেশ সিম্পল আর ক্লাসি লুকের রিংঃ

এই ডিজাইন টি এত এলিগ্যান্ট মনে হয়!! আসলে সিম্পল আর রেগুলার ওয়ার এর জন্য এই নকশাটি আমার বেশ পছন্দ। গোলদ এর সাথে স্টোন বা ডায়ামন্ড জুড়ে দিয়ে অনায়াসেই করে ফেলা যায় এই রিং টি।

৪) সিনগেল বা ডাবল স্টোন এর বেশ সিম্পল নকশাঃ

কেও যদি জারকান টাইপ বা ডায়ামন্ড কাট পছন্দ না করে তবে সিঙ্গেল ১/২ বা ৩ পাথর বা ডায়ামন্ড এর স্টোন দিয়ে খুব সিম্পল নকশার এই ডিজাইন টি করতে পারেন।

৫) মাল্টি কালার স্টোন এর রিংঃ

সিম্পল এর মধ্যে কেও যদি একটু কালারফুল রিং চান, তবে এই মাল্টি কালার টা বেশ জোস, সিম্পল কিন্তু অসম্ভব এলিগ্যান্ট।

৬) সিম্পল পাতা নকশারঃ

গোল্ড আর স্টোন এর কম্বো তে সিম্পল পাতা লতা নকশার বেশ এলিগ্যান্ট একটি রিং।

৭) এডজাস্টেবল রিংঃ

অনেকেই এডজাস্টেবল রিং বেশ পছন্দ করে, এই ধরণের রিং এ যে কোনো মাপের আঙ্গুলে অনায়াসে পরা যায়, আমি এই নকশাটা পছন্দ করেছি, এর মধ্যে অনেক ধরনের নকশায় আপনি পিক করতে পারেন।

দুই স্টন এর এডজাস্টেবল চাইলেও এটা বানিয়ে ফেলতে পারেন।

৮) চেইন রিংঃ

একটু বড় টাইপ রিং চাইলে চেইন সহ ডাবল রিং এর এই নকশাটি দেখতে পারেন।

৯)

১০)

১১)

১২)

১৩)

১৪)

১৫)

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00