এই গরমের সেরা ৬টি জামদানি সুতি শাড়ি

যদিও কালো এই শাড়িটি , তারপরেও বল্ব, জামদানির মধ্যে বেস্ট একটা শাড়ি মোটামুটি রিজনেবল দামে।
১০০%সুতির আরামদায়ক কালোতে সাদার কন্ট্রাস্ট এর দারুন একটি শাড়ি। জমিনের প্রতিটা নকশায় মিনা করা গোল্ডেন বুটি শাড়িটাতে আরো অনেক আভিজাত্যিকভাব ফুটিয়ে তুলেছে।


হাল্কা রঙ্গে অনন্য একটি সুতির শাড়ি। জামদানিতে অনেকেই খুব মাইল্ড রঙ পছন্দ করেন, তাদের জন্য অসাধারণ এই শাড়িটি। আরাম আর গর্জিয়াস একটি শাড়ি।


গরমের জন্য খুব এলিগ্যান্ট একটি রঙ এই হাল্কা বেগুনি জামদানি শাড়ি টি। যেমন সুন্দর তেমনি আরাম।

খুব ভারী কিন্তু কটকটে না , আবার ভীষন আভিজাত্যিক ভাব ও যারা চান, তাদের জন্য অপুর্ব সুন্দর একটি শাড়ি। কোবাল্ট ব্লু যেকোনো অনুষ্ঠানে আপনার ব্যাক্তিত্ত্ব প্রকাশ করবে দারুন ভাবে। সবাই আপনার রুচির প্রশংশা করতে বাধ্য।

সাদায় নীল কন্ট্রাস্ট এর মাল্টি রঙ এর সুতার দুর্দান্ত হিট একটি শাড়ি রুপকথার।
৮ পাড় এর এই শাড়িটি গত ৩ বছর ধরে পছন্দের শীর্ষে ফ্যাশন সচেতন আপুদের।


একটু কালারফুল, কিন্তু গর্জিয়াস ও হতে হবে, আরাম ও হতে হবে, মেইন্টেইন করতেও সুবিধা হবে এরকম শাড়ি যারা পেতে চান তাদের জন্য খুব ই অতুলনীয় একটা শাড়ি।

আপনার যদি কোনো কিছু জানার থাকে বা কিছু শেয়ার করার থাকে আমাদের জানান এখানে অথবা আমদের ফেসবুক পেজ এ মেসেজ করুন।

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00